
ছবি: সংগৃহীত।
প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন আজ (৫ মার্চ) তার ফেরিভাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাজহারুল ইসলাম ফকির এবং দলের আরেক সদস্য রাখাল রাহাকে নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্ট্যাটাসে তিনি দাবি করেন, জাতীয় নাগরিক পার্টি থেকে ২৪ ঘণ্টার মধ্যে মাজহারুল ইসলাম ফকির, যাকে তিনি মা'দকাস'ক্ত বলে উল্লেখ করেছেন, তাকে অপসারণ করতে হবে।
একই সঙ্গে তিনি জানতে চান, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে যুক্ত থাকা এই ব্যক্তি কীভাবে শ্রমিক প্রতিনিধির নামে দলে অন্তর্ভুক্ত হয়েছেন, তার ব্যাখ্যা এদেশের মুসলমানদের কাছে দিতে হবে।
এছাড়া, তিনি রাখাল রাহার সমকামী'তার বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান। অন্যথায়, পূর্ণ বয়কটের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন।
সায়মা ইসলাম