
ছবিঃ সংগৃহীত।
ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের জেল জীবনের দুঃখ এবং কষ্টের অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করেছেন সমন্বয়ক আব্দুল কাদের।
আজ ৫ মার্চ (বুধবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি লিখেন, ২২ সালে আমিও জেলখানায় এমন দিন কাটাইছিলাম। যেদিন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হইলো, থানার গারদ থেকে বাহিরে তাকায়া দেখি সৈকত দাঁড়ায় আছে। সৈকত-ই পরে রাত একটার দিকে আমাদের বিরুদ্ধে দুইটা করে মামলা দিছে। প্রকৃতির বিচার, উপভোগ করো সৈকত...
সূত্র: https://www.facebook.com/100013950997233/posts/2081809425627404/?rdid=8pL9xxk2XricXrgj#
মুহাম্মদ ওমর ফারুক