
ছবি: সংগৃহীত
প্রথম কথা হচ্ছে, বিচার করার পদ্ধতি তো আপনি বলতে পারবেন না। তার কী শাস্তি হবে সেটাও আপনি বলতে পারবেন না। এগুলো সবই বিচার ব্যাপার। সম্পূর্ণ স্বাধীনভাবে তারা করবেন। আপনি বিচার করবার জন্য বলবেন। সরকারকে বলবেন কত দ্রুত করতে পারেন তার চেষ্টা করেন। আপনি টাইম ফ্রেমে বেধে দিতে পারবেন না।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে এমন কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, একটা মামলা হয়েছে, সেই মামলায় সাক্ষী চলছে দুই বছর ধরে আপনি বলবেন এত বছর ধরে কেন সাক্ষী চলবে, তিন মাসের মধ্যে সাক্ষী শেষ করে দেন তা তো বলতে পারবেন না। ফলে এই বিতর্কগুলো কি তাই হয়েছে। এতদিন ধরে এই বিতর্কগুলো হয়েছে এর উপরে আইন উপদেষ্টা কথা বলেছেন অন্যান্যরা কথা বলেছেন। তারপরে আবার দেখেন, আমাদের দেশে তো নির্বাচন প্রক্রিয়াটা চলছে অলরেডি এবং প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন বাকি সরকারের পলিসির মধ্যে আসছে ডিসেম্বর নাগাদ নির্বাচন।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=xY9xMbIYsN4
শিহাব