
ছবি: সংগৃহীত।
বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলোর পরিপক্বতা নিয়ে প্রশ্ন তুলেছেন খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা মুফতি হাবিবুর রহমান মিসবাহ। আজ (৫ মার্চ) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন যে, "অনেক ইসলামী দল এখনও রাজনৈতিক দল হয়েই উঠতে পারেনি।"
মুফতি মিসবাহ জানান, তিনি মাত্র ১২ বছর বয়সে ছাত্র রাজনীতির হাতেখড়ি নেন এবং ১৪ বছর বয়সে বরগুনা জেলার সাহিত্য, সংস্কৃতি ও প্রচার সম্পাদকের দায়িত্ব পান। এরপর ছাত্র রাজনীতিতে নেতৃত্বের ধারাবাহিকতায় সভাপতি পর্যন্ত হয়েছেন। কর্মজীবনেও তিনি রাজনীতিকে চালিকাশক্তি হিসেবে দেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেছেন।
তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতি নিয়ে যতটুকু পড়েছি, তাতে ইসলামপন্থীদের এই দেশে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখাটা দুঃস্বপ্নের মতো। যেদিন এই দেশ বিদেশ-নির্ভরতা থেকে স্বনির্ভর হবে, সেদিন নাহয় স্বপ্ন দেখা শুরু করব। তার আগে ইসলামী রাজনীতির ভিত্তি শক্তিশালী করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
মুফতি মিসবাহর মতে, রাজনৈতিক দলগুলোর একটি শক্তিশালী ‘বয়ান’ (নেতৃত্বের ভাষা) থাকা প্রয়োজন, যা সাধারণ মানুষের মনের ভাব প্রকাশ করবে এবং পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে রাজপথ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসবে। এভাবে জনগণের মাঝে ইসলামী দলগুলোর গ্রহণযোগ্যতা বাড়বে।
তিনি উল্লেখ করেন, ইসলামী দলগুলোতে ‘পাওয়ার পলিটিক্সের’ (ক্ষমতাভিত্তিক রাজনীতি) ঘাটতি রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতিতে এসেছেন, তাহলে রাজনীতির মূল কাঠামো বুঝতে হবে। টেন্ডারে অংশ নিন, দেখিয়ে দিন স্বচ্ছতা কাকে বলে! নিজ এলাকার জন্য বরাদ্দ মঞ্জুর করান, জনগণ দেখুক আপনাদের সক্ষমতা কতটুকু!”
তিনি আরও বলেন, “সামান্য একটা প্রোগ্রামের জন্যও যদি সাধারণ মানুষের কাছে চাঁদা তুলতে হয়, তাহলে নির্বাচনের সময় তারা কেন আপনাকে ভোট দেবে? জনগণ শুধু ইসলাম বাস্তবায়নের জন্য ভোট দেবে না, বরং তারা তাদের সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো নিয়েও ভাববে।"
মুফতি মিসবাহ তার স্ট্যাটাসে ইসলামী রাজনৈতিক দলগুলোর জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, স্বদেশ নির্ভর রাজনীতির বয়ান তৈরি করুন! নিজেদের প্রস্তুত রাখুন! পাওয়ার পলিটিক্সের প্রাক্টিস করুন! অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখুন! অর্থনৈতিক খাত শক্তিশালী করুন! সুখে-দুখে গণমানুষের পাশে দাঁড়ান! পাড়ায় পাড়ায় নিজস্ব টিম তৈরি করুন যারা আপনার বয়ানে এক্টিভিজম চালাবে।
মুফতি মিসবাহর মতে, ইসলামী দলগুলোর জন্য শুধু ধর্মীয় স্লোগান বা আধ্যাত্মিক ভাবধারা যথেষ্ট নয়। রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে হবে এবং ক্ষমতার রাজনীতিতে দক্ষ হতে হবে। গণমানুষের আস্থা অর্জন করতে হলে শুধু নীতি নয়, বাস্তবমুখী কার্যক্রম ও সুসংগঠিত কাঠামোর প্রয়োজন।
নুসরাত