ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

পলিটিক্যাল গভমেন্ট না থাকায় দেশের এলোমেলো অবস্থা : পুতুল

প্রকাশিত: ১০:৪৩, ৫ মার্চ ২০২৫; আপডেট: ১১:০০, ৫ মার্চ ২০২৫

পলিটিক্যাল গভমেন্ট না থাকায় দেশের এলোমেলো অবস্থা : পুতুল

সংগৃহীত

পলিটিকাল গভমেন্ট না থাকায় দেশের এলোমেলো অবস্থা বলে মনে করেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। সম্প্রতি এসএটিভি এর  টকশো 'লেট এডিশন'-এর  এক বিশেষ  সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, "ভোটাধিকার বাদ দিয়ে, গণতন্ত্র বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। কেননা, একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকায় রাষ্ট্রীয় অর্গানগুলো অগোছালো হয়ে পড়েছে। 

তিনি আর বলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে , কথা শোনাতে পারার জন্যই নির্বাচন দরকার। তা না হলে তো এই ডেমোক্রেটিক গভমেন্টের প্রয়োজনই পড়তো না। নির্বাচন এই গণতন্ত্র নামক জিনিসটাই আসতো না। এসেছে প্রয়োজন থেকে। তাই যত রাজনৈতিক দল আছে, মতাদর্শ থাকবে। আমরা সবাইকে সাধুবাদ  জানাই, ওয়েলকামও করি। কিন্তু সবার কাছে একটা জিনিস আমাদের ওই যে মত ঐক্যের যে বিষয়টা আছ, ওই ঐক্যের জায়গাটাতে সবাই একই আছে। সবাই মনে করে এবং সবাই জানেও যে এটা নির্বাচন ছাড়াই দেশকে সোজা করে দাঁড় করানোর কিন্তু উপায় নেই।
 



 

আরো পড়ুন  

×