
ছবি:সংগৃহীত
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সিনিয়র সাংবাদিক এম. এ আজিজ সরকারের কার্যক্রমের ওপর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, "আমার কাছে মনে হয়, প্রথম দিন থেকেই সরকার রাজনীতিবিদদের এড়িয়ে চলছে। রাজনীতিবিদ যতই দুর্বৃত্ত হোক, দেশ তো ফাইনালি তারাই চালায়, তাদের ঠিক করেন।" তিনি আরও জানান যে, ড. মুহাম্মদ ইউনুসের মত একটি ব্যক্তিত্ব রাজনীতিবিদদের এড়িয়ে দেশ চালানোর চেষ্টা করছেন, যা তার মতে, সম্ভব নয়।
আজিজ বলেন, "রাজনীতিবিদদের এড়িয়ে দেশ চলবে না। সারা বিশ্বের ওয়ার্ল্ড লিডাররা টাকা দিয়ে বক্তৃতা দিতে পারে, আমাদের দেশে তা কেন শুনাতে পারে না?" তিনি ড. ইউনুসের বক্তৃতার ধরণ নিয়েও সমালোচনা করেন, "কারণ তিনি 'হয়তো' ছাড়া কিছু বলেন না। হতে পারে, এটি এতদিন হবে, অথবা এই দিন হবে—এটাই হলো মূল সমস্যা। অর্থাৎ জনগণের সম্পূর্ণ আস্থার সংকট।"
এম. এ আজিজ আরও বলেন, "সরকার ম্যানেজ করতে পারছে না, আবার ছাড়তেও পারছে না। এই অবস্থায় দেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। সব সেক্টরেই সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা সব সময় বলছেন, 'হবে!' অথচ ৭ মাস পরেও একই কথা শোনা যাচ্ছে।" তিনি প্রশ্ন করেন, "৭ মাস পরেও যিনি কিছু করতে পারেননি, তাকে বদলি করবেন না কেন?"
তিনি সরকারের সমালোচনা করতে গিয়ে আরও বলেন, "আপনি ২১ জন নিয়ে ১৮ কোটি মানুষের দেশ চালাতে কে বলেছে? লোক বাড়ান না কেন?" আজিজ সরকারের ক্ষমতার অপব্যবহার নিয়ে অভিযোগ করেন, "আপনার পোলাপান ৬ দিনে ১৮ ঘণ্টা উড়তে পারে, আপনি খাল কাটতে লাল গালিচা চান, দুদকে পর্যন্ত তদবির করতে হয়, কিন্তু তদন্ত করানো যায় না—এগুলো বন্ধ করতে পারেন না কেন?" তার মতে, "সরকার সম্পূর্ণ দেশকে অগোছালো করে ফেলেছে।"
এম. এ আজিজ পরিশেষে বলেন, "আবার বলছেন, নির্বাচন ডিসেম্বরে হতে পারে, কিন্তু যতদিন পর্যন্ত দেশে স্থিতিশীলতা না আসে, ততদিন পর্যন্ত দেশের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ এগোবে না।" তার এই বক্তব্যটি সরকারের কার্যক্রম এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির প্রতি গভীর চিন্তার ইঙ্গিত দেয়।
আঁখি