
বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, ছবি: সংগৃহীত
বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, যেটা সরকার প্রধানের বলার কথা ছিল যে আঠার মাস পরে নির্বাচন। সেই ডিসেম্বরে কিন্তু প্রায় আঠার মাস হয়ে যায়। তারপরে গরিমসি বা কথার বলার ধরন ভালো নেই। সেই ছোট বেলা বলতাম যে বৃষ্টি হলে খেলতে যাব।
কিন্তু বৃষ্টি হলে আর খেলতে যেতাম না। এমন একটা অবস্থা। সবকিছুতেই যদি কেন থাকবে। কেন বলতে হবে। আপনারা যদি চান। নির্বাচনের কোন অপশন হতে পারে না।
একটি বেসরকারি টেলিভিশন টকশেঅতে তিনি এসব কথা বলেন। চেয়ারে একজন আসবে একজন যাবে। এটাই নিয়ম। যে সরকার বর্তমানে আছে তার নামই হচ্ছে অন্তবর্তীকালীন সরকার। তার মানে হচ্ছে স্বল্প সময়ের জন্য আসছে। রাষ্ট্রের শর্টকাট যে কাজগুলো। তা জোড়াতালি দিয়ে ঠিক করবে। কারন সংস্কার করতে গেলে তো সংসদে হা না ভোট দরকার। যেটা নির্বাচিত সরকার ছাড়া পারবে না। জনগণ আপনার কাছ থেকে ক্লিয়ার মেসেজ চায়।
নিলোফার চৌধুরী মনি বলেন, এতকিছুর মধ্যে আবার দেশে ছিনতাই, খুন, রাহাজানি সবকিছু বেড়ে গেছে। কিন্তু রাষ্ট্রের সৈনিকরা যাদের কাছে রাষ্ট্রের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তারা কিন্তু সেই ভাবে কাজ করছে না। এখন একটু যদিও বেড়েছে। কিন্তু সেই সৈনিকদের যে প্রধান। উনি যে কথাগুলো বলেছেন। তাতে প্রমাণ হয় যে রাষ্ট্রের অবস্থা নড়বড়ই রয়েছে।
তিনি বলেন, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল যে ভয় পাচ্ছে। সেই ভয় কিন্তু জনগণও পাচ্ছে। কারণ এই সরকারের যদি সেই সাহস থাকতো তাহলে কিন্তু তার বডিল্যাঙ্গুয়েছে কিন্তু প্রমাণ করতো যে সে নির্বাচন দিতে চায়।
শহীদ