
ছবি : জনকণ্ঠ
বরিশালের গৌরনদী পৌর যুবদল কর্মী হিরা সরদারকে (৩০) মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হিরা সরদার কাসেমাবাদ গ্রামের মো. লাল মিয়া সরদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই মো. জুয়েল জানিয়েছেন, পৌর এলাকার আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে হিরা সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই জুয়েল আরও জানিয়েছেন, উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকার একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হিরা সরদার। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত কয়েক মাস পূর্বে বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকায় ইউনিয়ন যুবদল কর্মী রনি সরদার ও তার ভাই আমির সরদারের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি যুবদল কর্মী হিরা সরদার।
মো. মহিউদ্দিন