ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

শাড়ি বা লুঙ্গি নয় মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যাকাত দিতে হবে

প্রকাশিত: ০৩:১১, ৫ মার্চ ২০২৫

শাড়ি বা লুঙ্গি নয় মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যাকাত দিতে হবে

শাড়ি বা লুঙ্গি নয় মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য নিয়ে যাকাত দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামলীতে চিকিৎসকদের আয়োজিত এক ইফতার মাহফিল এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, যাকাতের সুষ্ঠু বণ্টন হলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য আসবে। যারা মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যাকাত দিতে চায় তাদের সহযোগিতা করবে জামায়াত।

তিনি আরও বলেন, নেতাকে ক্ষমতায় নেয়ার জন্য নয়, দেশে আল্লাহর আইন বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। মানুষের অধিকার নিশ্চিত করতে দ্বীন কায়েমের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

জাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘শাড়ি লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয় বরং এমনভাবে জাকাত দেওয়া উচিত, যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র না হওয়ায় সরকারি জাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই তাই মানুষ সরকারকে জাকাত দিতে চায় না।

জামায়াতে ইসলামী নেতাকে প্রতিষ্ঠিত করতে নয়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায় মন্তব্য করে শফিকুর রহমান বলেন, জামায়াত নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আল্লাহর কুরআন বিজয় করতে চায়।

 

সাজিদ

×