
ছবি : জনকণ্ঠ
বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক সুরুজ গাজীকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন হাওলাদার ওরফে সোনা শাহিনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জু ও সদস্য সচিব খান মো. আনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২ মার্চ দিবাগত রাত সাড়ে আটটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও অপর যুবদল নেতা নয়ন হাওলাদারকে কুপিয়ে জখম করে শাহিন ও তার সহযোগিরা।
এ ঘটনায় নিহতের বড় ভাই শাহীন গাজী বাদি হয়ে শাহিন হাওলাদারকে প্রধান করে সাতজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় পুলিশ অদ্যবর্ধি কাউকে গ্রেপ্তার করতে পারেননি।
অপরদিকে হত্যাকান্ডের পর পরই উত্তেজিত এলাকাবাসী যুবদল নেতা সুরুজ গাজী হত্যার প্রধান অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন হাওলাদারের বসত ঘরে দুই দফায় আগুন জালিয়ে দিয়েছে।
মো. মহিউদ্দিন