ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

চুরির টাকা দিয়ে অরাজকতা সৃষ্টির জন্য বিনিয়োগ করছে আ.লীগ: বনি আমিন

প্রকাশিত: ০১:০৪, ৫ মার্চ ২০২৫; আপডেট: ০১:০৫, ৫ মার্চ ২০২৫

চুরির টাকা দিয়ে অরাজকতা সৃষ্টির জন্য বিনিয়োগ করছে আ.লীগ: বনি আমিন

ছবি: সংগৃহীত।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ চুরির টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে বিনিয়োগ করছে। তিনি বলেন, "আওয়ামী লীগ মানবতা লঙ্ঘনকারী একটি দল, যা দ্রুত নিষিদ্ধ করা উচিত।"

বনি আমিন আরও বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামকে গুপ্ত সংগঠন হিসেনে প্রচার করেছে আওয়ামী লীগ যা সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষায়, "বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যদি কোনো দল উন্মুক্ত ও স্বচ্ছ থাকে, তবে সেটি জামায়াতে ইসলাম। এটি কোনো গুপ্ত সংগঠন নয়, বরং এর বিরুদ্ধে এই অভিযোগ ইচ্ছাকৃত প্রোপাগান্ডা।"

তিনি আরও দাবি করেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ চুরি করা অর্থের একটি অংশ দেশের অরাজকতা সৃষ্টি করতে এবং কিছু দলকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কেনার কাজে ব্যবহার করছে। তবে জামায়াতে ইসলামকে কেনা সম্ভব নয় বলে তিনি মত প্রকাশ করেন।

এ বিষয়ে তিনি বলেন, "যে দল বা নেতারা রাজনীতিকে জীবিকার মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন, তাদের কেনা সম্ভব। আওয়ামী লীগ এখন সেই ধরনের দলগুলোকেই কেনার জন্য বিনিয়োগ করছে।"

বর্তমান রাজনৈতিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের নামে ১৬ বছর ধরে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। তাই প্রথম সংস্কার হওয়া উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কারণ এটি শুধুমাত্র স্বৈরাচারী নয়, মানবতা লঙ্ঘনকারী দলও।"

তিনি আরও বলেন, এর আগেও বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের নজির রয়েছে। বিগত সরকার ২০২৪ সালেই জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করেছিল, যা দেশের রাজনীতিতে নতুন নয়। অতীতেও কয়েকটি দলকে নিষিদ্ধ করা হয়েছিল।

সূত্র: https://www.youtube.com/watch?v=P4H_c7Tnbrs

সায়মা ইসলাম

×