ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

নেতাকে নয়, আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য অপেক্ষায় আছে জামায়াত

প্রকাশিত: ২২:৫১, ৪ মার্চ ২০২৫

নেতাকে নয়, আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য অপেক্ষায় আছে জামায়াত

আজকের সংবাদে, জামায়াত ইসলামী দলের আমির ড. শফিকুর রহমান তার বক্তব্যে বলেছেন যে, জামায়াত ইসলামী কোনো নেতাকে প্রতিষ্ঠিত করতে চায় না, বরং তারা আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করতে চায়। তিনি আরও বলেন, "ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চাই। এই ব্যাপারে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।"

বিকেলে রাজধানী ঢাকার শ্যামলীতে ন্যাশনাল ডক্টরস ফোরামের আয়োজনে চিকিৎসকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। জামায়াতের আমির যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, "শাড়ি, লুঙ্গি কিংবা খাদ্যদ্রব্য নয়, বরং এমনভাবে যাকাত দেওয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী হতে পারে।"

তিনি আরো মন্তব্য করেন, "ইসলামী রাষ্ট্র না হওয়ায় যাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই।"

ড. শফিকুর রহমান বলেন, "বাংলাদেশ জামায়াত ইসলামী কমিটেড। নেতা প্রতিষ্ঠিত করা নয়, বরং আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য। নেতা ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি।"

তিনি আরও বলেন, "যাকাতের অর্থ এটা নয় যে, বাজারের এভারেজ মূল্যের কিছু কাপড় কিনে, কিছু শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি যাকাতের মকসুদ একেবারেই বুঝি না। আপনি তো তাকে জিজ্ঞেস করেননি, বন্ধু তোমার লুঙ্গি লাগবে না, শাড়ি লাগবে না, তোমার প্রয়োজনটা কোথায়?"

এ সময় তিনি দেশের মানুষকে সঠিক যাকাত ব্যবস্থাপনা এবং ইসলামী নীতির প্রতি আস্থাশীল হতে আহ্বান জানান।

আফরোজা

×