ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নির্বাচন পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না: মির্জা আব্বাস

প্রকাশিত: ২২:০৭, ৪ মার্চ ২০২৫

নির্বাচন পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না: মির্জা আব্বাস

মির্জা আব্বাস

নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরের পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, “নির্বাচন নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়েই হতে হবে। নির্বাচন পেছানোর পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট দমনের নামে যদি নতুন কোনো ফ্যাসিজম সৃষ্টি হয়, তাহলে তা আরও ভয়াবহ হবে। নতুন রাজনৈতিক শক্তিগুলোর ধৈর্য ধরে এগিয়ে যাওয়া উচিত।”

এর আগে সকালে জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম বলেছিলেন, “শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়।” তার এই মন্তব্যের পরই মির্জা আব্বাস নির্বাচন পিছিয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন।

আশিক

সম্পর্কিত বিষয়:

×