
ছবি: সংগৃহীত
আজ মঙ্গলবার (৪ মার্চ) লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে কিছু মানুষ সমাজকে অস্থির করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, "সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করছি। দেশের অর্থনীতির কথা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ একে অপরের নাম ব্যবহার করে সমাজকে অস্থির করার কাজ চলছে। এসব প্রতিহত করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই।"
দেশে সংস্কার এবং নির্বাচন উভয়ই খুব বেশি প্রয়োজন মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “ফ্যাসিবাদবিরোধী সবাই মিলে আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চাই। যেখানে পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে এটাই বিএনপির পরিকল্পনা এবং আমরা সে পথেই হাঁটছি।”
বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এবং কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহাবুব আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সদর থানার ওসি আবদুল মোন্নাফ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, ক্রীড়া ব্যক্তিত্ব আবদুর রব শামীমসহ প্রমুখ।
সূত্র: https://tinyurl.com/mvh8bn84
রাকিব