
ছবি: সংগৃহীত
"আমরা এককভাবে ক্ষমতায় আসলেও আমরা দেশ এককভাবে পরিচালনা করব না। ৩১ দফার ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে চাই। এমন একটা ইউনিটি আমরা সৃষ্টি করে রেখেছি যে আমরা ভবিষ্যতে যে নির্বাচনটার কথা প্রাধান্য দিচ্ছি সেই নির্বাচনটা আমরা বলেছি আন্দোলনের পরে বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল।"
কথাগুলো বলছিলেন বিএনপি নেতা এ্যানি।
তিনি আরও বলেন, "সেখানে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ রয়েছে এবং এই সংস্কারগুলো ইদানিংকালে খুব বেশি প্রয়োজন, যেই সংস্কারের কথা এই সরকারও বলছে। সুতরাং বিএনপি সবাইকে নিয়ে বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যারা আমরা এখানে আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধভাবে করেছিলাম, যুগপথ আন্দোলন করেছি তারা সবাই মিলে আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব। তার মানে পুরা জাতি ঐক্যবদ্ধ থাকবে। এটাই হলো আমাদের পরিকল্পনা, এই পথে আমরা হাঁটছি। সুতরাং এ ঐক্য যেন বিনষ্ট না হয়।"
দ্রুত নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, "এইজন্য, এই মুহূর্তে এই দেশে একদিকে সংস্কার, আরেকদিকে নির্বাচন খুব বেশি জরুরি হয়ে পড়েছে। কারণ সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করছি। সেটা অর্থনৈতিকভাবে বলেন, সেটা আইন-শৃঙ্খলার অবনতিতে বলেন, সেটা দ্রব্যমূল্যের কথা বলেন, সমাজের চুরি-ডাকাতির অথবা চাঁদাবাজির কিছু ঘটনার ক্ষেত্রেও বলেন, একে অপরের নাম দিয়ে, একে অপরকে ব্যবহার করে এই ধরনের কিছু বদনাম আমাদের দেশের অথবা আমাদের এই সমাজকে অস্থিরতার জন্য কাজ করছে। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলোকে প্রতিহত করার জন্য, মোকাবেলা করার জন্য আমাদের ইউনিটিটা সুদৃঢ় ঐক্যটা আমাদের খুব বেশি প্রয়োজন। আমি ঐক্যকে প্রাধান্য দিচ্ছি যেন আমরা এই সমাজে মিলেমিশে সবাই একত্রিতভাবে থাকতে পারি, এটাই হোক আমাদের আগামী দিনের জন্য অঙ্গীকার।"
আবীর