
ছবি: সংগৃহীত।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে "এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সাথে" শীর্ষক একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান 'রিউমার স্ক্যানার' এর অনুসন্ধানে উঠে এসেছে যে, কলকাতায় শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের বৈঠকের কোনো সত্যতা নেই। বরং, প্রচারিত ভিডিওটি ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতায় একটি সরকারি সফরের ভিডিও থেকে নেওয়া হয়েছে।
'স্ট্রিং নিউজ' নামক ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের নভেম্বর মাসে প্রকাশিত "কলকাতায় পা রেখে কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা" শিরোনামের একটি ভিডিও পাওয়া গেছে। আলোচিত দাবিটি প্রচারিত ভিডিওর কিছু দৃশ্যের সঙ্গে মিলে যায়। পর্যবেক্ষণে দেখা গেছে, ভিডিওর ১৫ সেকেন্ড থেকে ৪১ সেকেন্ড পর্যন্ত অংশটি বিভ্রান্তিকর ভিডিওতে ব্যবহার করা হয়েছে। উক্ত অংশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য প্রদান করতে দেখা যায়।
এছাড়া, ৭১ টিভির ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২২ নভেম্বর "একান্ত বৈঠক শেষে শেখ হাসিনা ও মমতা" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে শেখ হাসিনার পরিহিত শাড়ির সঙ্গে প্রচারিত ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের শাড়ির মিল পাওয়া যায়। প্রতিবেদনে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে ঐতিহাসিক দিবারাত্রি টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে ২০১৯ সালের ২২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে কলকাতা যান।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সাথে শেখ হাসিনার বৈঠকের কোনো ভিত্তি নেই। এটি একটি পুরনো সরকারি সফরের ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=z-Usz61G6D0&t=11s
সায়মা ইসলাম