
ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আসন্ন নির্বাচনকে ঘিরে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন নির্বাচনী জোট গড়ার লক্ষ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়েছে।
এনসিপি নেতারা বলছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের যোগাযোগ চলছে। নানা ইস্যুতে এককভাবে বা দলগতভাবেও আলাপ-আলোচনাও হচ্ছে। আগামী নির্বাচনে তারা জোটও গঠন করতে পারে, আবার এককভাবেও সব আসনে প্রার্থী দিতে পারে। সবকিছু নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির ওপর।
এনসিপি নেতারা বিভিন্ন সময়ে আরও জানান, বিভিন্ন সংসদীয় আসনভিত্তিক দলীয় নেতাদের নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নিজ এলাকায় কর্মসূচি পালন ও জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দলের নেতারা সে লক্ষ্যে কাজ করছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করা নিয়ে নতুন দল এনসিপিতে মতানৈক্য রয়েছে। দলের একটি অংশ জামায়াত ও অন্যান্য ইসলামী দল নিয়ে বড় জোট করতে আগ্রহী। তবে অন্য একটি অংশ জামায়াতের সঙ্গে জোট গড়তে আগ্রহী নয়। বরং তারা বিএনপি ও তাদের সমমনা দলের সঙ্গে থেকে জোটবদ্ধ নির্বাচনে আগ্রহী। আবার কারও সঙ্গে জোট না করে সব আসনে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করতে চায় একটি অংশ।
এনসিপির একাধিক নেতা জানান, নতুন রাজনৈতিক দল হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তাদের যোগাযোগ থাকাটা স্বাভাবিক। নির্বাচনের সময় দেখা যাবে কে কোন জোটে যায়। সে সময় যে কারও সঙ্গেই জোট হতে পারে বলে জানান অনেকে।
জাতীয় নাগরিক পার্টির-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গত সোমবার গণমাধ্যমকে জানান, কারও সঙ্গে সমঝোতা হবে কি হবে না, সে আলাপ এখনও হয়নি। দল ঘোষণার পর তারা আপাতত তাদের প্রাথমিক কাজগুলোর দিকে মনোনিবেশ করেছে।
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, "বিএনপি কিংবা অন্য দলের সঙ্গে আসন সমঝোতার যে বিষয়টি আসছে সেটি সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কোনো আলাপ-আলোচনা এখনো আমাদের পার্টিতে হয়নি।"
নতুন দলের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে গণঅধিকার পরিষদেরর নেতা নুরুল হক নুর জানান, নতুন দলের সঙ্গে তাদের একীভূত হওয়ার একটা আলোচনা ছিল। তবে বিএনপির সঙ্গেও এনসিপির আসন সমঝোতার বিষয়টি সামনে আসছে। তাই তাদের নতুন দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই।
সূত্র : https://tinyurl.com/5bj7xy7u
রাকিব