
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না। নির্বাচন নিয়ে দেশি বিদেশি চক্রের ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দেখে বাইরে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, একজনের চিন্তা চেতনা মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে, তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছে। স্বৈরাচার শেখ হাসিনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। আদালত তার আইনের নিয়মে চলে। তার দ্রুত বিচার হতে হবে । আগে কখনো কোটা আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন দল গঠন করবে বলে আমরা শুনি নাই। নির্বাচনকে পিছিয়ে দেয়ার অজুহাতকে জনগণ পছন্দ করছে না আমরা তা স্মরণ করিয়ে দিতে চাই।
মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘যে সময়টুকু এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যত দিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি, তত দিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।’। এই প্রসঙ্গে উল্লেখ করে সাংবাদিকরা মির্জা আব্বাসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি উপরে উল্লেখিত মন্তব্য করেন।
গত রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীও তাকে দেখতে গিয়েছেন। শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন।
গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধূলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন। এরপর রোববার চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আফরোজা