
ছবি: সংগৃহীত
সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, উনি তো এই দেশে থাকেন না। ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল। উনি আসেন না দেশে, আসেন আলাপ করি। উনাকে নিয়ে বসেন এখানে আমার পাশে, বসেন আলাপ করি। উনি কত বড় জ্ঞানী, উনি বিরাট জ্ঞানী, আমি একটা মূর্খ।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে এমনটা বলেন তিনি।
তিনি বলেন, আমার সঙ্গে আলাপ করুক না বসে। উনি কোন কোন পয়েন্টে আলাপ করেছেন আমিও আলাপ করি।উনি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না, আমি আমার মতো করে আলাপ করবো। করুক না, খালি আমার দুই তিনবার ওযু নষ্ট হবে উনার কথা শোনfর পর। এইটাই সমস্যা, আর কিছু হবেনা। উনার কথা তো একটা ফ্যামিলির দুইজন লোক বইসা একসঙ্গে শুনতে পায়না। দুই ভাই একসাথে বসে শুনতে পায়না না। ওই চটি বই সবজায়গায় চলে ওগুলো আমাকে বইলেন না। উনি তো ওই ভাষায় আলাপ করে উনার সঙ্গে আমি কী আলাপ করবো, উনি পীর সাজছে আর এখানে কিছু মুরিদ বানাইছে।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=ej7vEZ31fMQ
শিহাব