ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

রমজান উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের ইসলামি সংগীত প্রতিযোগিতার আয়োজন

প্রকাশিত: ১৭:৫২, ৪ মার্চ ২০২৫; আপডেট: ১৮:০০, ৪ মার্চ ২০২৫

রমজান উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের ইসলামি সংগীত প্রতিযোগিতার আয়োজন

ছ‌বি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নাসিদ ও ইসলামি সংগীত প্রতিযোগিতা- ২০২৫ আয়োজন করেছে ঢাকা কলেজ ছাত্রদল। 

আগামী বৃহস্পতিবার (৬ মার্চ) অনুষ্ঠানটির উদ্বোধন করবেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে থাকবেন তারুণ্যের আলো ফাউন্ডেশন। প্রতিযোগিতা রেজিস্ট্রিশনের শেষ সময় আগামী বুধবার (৫ মার্চ)।

নিয়মানুযায়ী এতে ঢাকা কলেজের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এবং যেকোনো ইসলামি সংগীত পরিবেশন করতে পারবেন। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ম, ২য় ও ৩য় এবং ৪র্থ স্থান অর্জনকারীকে পর্যায়ক্রমে  নগদ ৪ হাজার, ৩ হাজার, ২ হাজার  টাকা ও ১ হাজার টাকা এবং ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়াও  অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে বিশেষ পুরস্কার।

ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদলের বিরুদ্ধে নানা অভিযোগ- বিশৃঙ্খলার কথা শোনা গেলেও ঢাকা কলেজ ছাত্রদল তার ব্যতিক্রম। তারা ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে ইতিবাচক সাড়া ফেলছে। রমজানে তাদের এই আয়োজন প্রশংসীয়।

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো.মিল্লাদ হোসেন বলেন, ক্যাম্পাসে সবসময় ইতিবাচক কাজ ও শিক্ষার্থী যা পছন্দ করে আমরা ছাত্রদল সেটাই চাই। পবিত্র রমজান মাস আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ন মাস এটি। ইতোমধ্যে, শিক্ষার্থীরা আমাদের এই আয়োজনকে সাদরে গ্রহণ করেছে এবং আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। এছাড়াও, আমরা প্রথম রোজা থেকে গণইফতারের আয়োজন করেছি সেখানেও শিক্ষার্থীরা দল-মত নির্বিশেষে অংশ করছে। 

রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/hTxXHaHWcAxPzcVT7

আসিফ

×