
ছবি: সংগৃহীত
"এই সরকার দ্রুততম সময়ের মধ্যে বিচারটা নিশ্চিত করুক, আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত না করতে পারেন আপনাদের পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয়, বিচারটা যেন কোনভাবে কালক্ষেপন করা যায় সেটার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের সম্ভাবনা দেখছি।"
কথাগুলো বলছিলেন হাসনাত আবদুল্লাহ।
তিনি আরও বলেন, "শহীদ পরিবারের যেই আকুতি, শহীদ পরিবারের যেই আকাঙ্ক্ষা আমরা সেইটাই সরকারের কাছে বারবার ব্যক্ত করছি যে এই শহীদ পরিবারের এই যে কান্না এটা ক্রোধে পরিণত হবে খুব শীঘ্রই যদি এই আহতদের এবং শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয় দ্রুততম সময়ের মধ্যে।"
এছাড়া তিনি বলেন, "কোন দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যেটি আমাদেরকে আশাহত করছে। আমরা চাই যত দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটি নিশ্চিত করতে পারুক।"
আবীর