
ছবি: সংগৃহীত
ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেরাই না ফ্যাসিস্ট হয়ে যাই এমনই আশঙ্কা করছেন বিএনপির মির্জা আব্বাস।
তিনি বলেন ফ্যাসিজমের জন্য আন্দোলন হয়নি। কেউ নিজের মতামত, আদর্শ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিবে এটা হতে পারে না। আমি আমার মতামত প্রকাশ করতেই পারি। আমার মতামত আপনাকে মানতে বাধ্য করবো এটা হতে পারে না।
তিনি আরও বলেন, “এজন্য বিশ্বব্যাপী যে একটা নিয়ম আছে অর্থাৎ ভোট, ইলেকশন এর মাধ্যমেই এগিয়ে আসতে হবে। আমার ইচ্ছা হলে আমি করবো, মানবো। না মানলেই স্বৈরাচার হয়ে যাবে এটা ঠিক নয়। তবে কিছু কিছু লোক ইদানিং কথা বলছে যার মধ্যে একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হচ্ছে।”
আবীর