ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ কেমন দেখছেন সাংবাদিক মাহবুব কামাল?

প্রকাশিত: ১৩:৪৩, ৪ মার্চ ২০২৫

নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ কেমন দেখছেন সাংবাদিক মাহবুব কামাল?

ছবি: সংগৃহীত।

নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি এক টকশোতে সাংবাদিক মাহবুব কামাল বলেন, “আমি কালকের সমাবেশে যোগ দিতে পারিনি, তবে পরবর্তীতে ভিডিও দেখে যা বুঝেছি, তা হলো—এই দলে কিছু ছোট ছোট ব্যাপার রয়েছে। তবে দুইটি বড় বিষয় আমি তুলে ধরতে চাই। প্রথমত, সার্জিস আলম ও পাটোয়ারী সাহেব নিজেদের প্রমিনেন্ট করার জন্য ঠেলাঠেলি করছেন। তারা কার পাশে দাঁড়াবেন, ইত্যাদি বিষয়গুলো দলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এটা তাদের জন্য সাবধানতা হিসেবে বলছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতিতে এক বিশেষ চরিত্র রয়েছে, আর তা হলো ডাইনেস্টি লিডারশিপ। যদি কোনো দলের নেতৃত্বে ডাইনেস্টি না থাকে, সেই দলটি অনেক দ্রুত ভেঙে যায়। যেমন, জাসদ, বাসদ, বিএনপি, আওয়ামী লীগ—এই সব দলগুলোর নেতৃত্ব ও ভাঙ্গন সংক্রান্ত ইতিহাস রয়েছে।”

মাহবুব কামাল বলেন, “এটা বলতে চাই যে, দলগুলো সাধারণত নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য একে অপরের সঙ্গে ক্ল্যাশ করে, যার ফলে তাদের বিভক্তি ঘটে। তারা আদর্শগতভাবে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু মূলত সমস্যা থাকে নেতৃত্বের।”

এছাড়া, তিনি একটি তত্ত্ব তুলে ধরেন, “যখন দলগুলো ভেঙে যায়, তখন আমি ‘নিউক্লিয়ার থিওরি অফ রেভুলেশন’ বা বিপ্লবের আণবিক তত্ত্বের কথা বলেছিলাম। মানে, যতটা ভাঙা হবে, ততটা শক্তিশালী হবে। কিন্তু এই দলের ক্ষেত্রে, আমি কিছু শঙ্কা অনুভব করছি, কারণ তারা যদি একই ধরনের বিভক্তির সম্মুখীন হয়, তবে তাদের ভবিষ্যত কেমন হবে?”

এছাড়া, তিনি উল্লেখ করেন, “সরকারি লজিস্টিক সাপোর্টের বিষয়েও খবর এসেছে, যেমন পিরোজপুরের ডিসির গাড়ি ব্যবহার করা। এটা যদি সত্য হয়, তবে দলের পক্ষ থেকে এর প্রতিবাদ করা উচিত ছিল। তবে আমরা যা দেখছি, সেটি সত্য।”

তিনি বলেন, “এই দলটি অনেকেই ‘কিংস পার্টি’ বলে আখ্যায়িত করছে। তবে বিএনপিও তো ‘কিংস পার্টি’। বিষয়টি আমাদের রাজনীতিতে বেশ অন্যরকম। ছাত্ররা কখনোই কখনো ‘প্রো-স্ট্যাবলিশমেন্ট’ ছিল না, তবে এবার তারা সরকারের পৃষ্ঠপোষকতায় দল গঠন করছে। এটা ইতিহাসে প্রথমবার। এই পরিবর্তনগুলো রাজনৈতিক দৃশ্যপটে অনেক কিছু পরিবর্তন করতে পারে।” 

শেষে, তিনি একটি সতর্কীকরণ দিয়ে বলেন, “আপনার দল পরিচালনার জন্য যে টাকা খরচ হচ্ছে, সে বিষয়েও নজর রাখা উচিত। আপনাদের ফান্ড কোথা থেকে আসছে, তা প্রক্রিয়ায় সঠিকভাবে অডিট হওয়া উচিত।”

সূত্র: https://www.youtube.com/watch?v=9HA2QRu_PJg&ab_channel=SOMOYTV

নুসরাত

×