ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

নতুন প্রজাতন্ত্র গড়তে হবে: নাহিদ

প্রকাশিত: ১২:২৮, ৪ মার্চ ২০২৫

নতুন প্রজাতন্ত্র গড়তে হবে: নাহিদ

ছবি: সংগৃহীত

দেশ ও নাগরিক নিয়ে কথা বললেন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টির সদস্য এবং সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। 

তিনি বলেন, আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে— ১৯৪৭ সালের আজাদির লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থান— সে সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে। 

একদলীয় সংবিধানের কথা তুলে তিনি বলেন, আমরা বলেছি, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল।  

এছাড়াও তিনি বলেন, একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে। এর জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা "সেকেন্ড রিপাবলিক"-এর কথা বলেছি এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।  

শিলা ইসলাম

×