
ছবি:সংগৃহীত
ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেন, ‘‘যখন তারা সংস্কারের কথা বলেছে, তখন কেউ বলেনি যে তারা গণতন্ত্র চায় না বা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না।
তারা বাকস্বাধীনতা চায়, লিখার, বলার, চিন্তা করার স্বাধীনতা চায়, এবং মানবাধিকার নিশ্চিত করতে চায়। তারা গুম, বিচারবহির্ভূত হত্যার মতো অপরাধগুলো বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চায় এবং জনগণের মালিকানায় বিশ্বাস করে।’’ তিনি আরো বলেন, ‘‘বর্তমানে বাংলাদেশের সংবিধানে ভোটের অধিকার, বাকস্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘন না হওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, তেমনি দেশের মালিকানা জনগণের হাতে থাকা কথাও বলা হয়েছে। তাহলে পরিবর্তন আসলে কোথায় করতে চান?’’
তিনি আরো বলেন, ‘‘আমি ছয় মাস ধরে তাদের পর্যবেক্ষণ করে বুঝেছি, তারা তাদের কথা বাস্তবে পরিণত করতে চায়, যা খুব ভালো। কিন্তু এর জন্য সেকেন্ড রিপাবলিক হওয়ার প্রয়োজন নেই। যদি বাংলাদেশের রাজতন্ত্র থেকে গণতন্ত্রে যাওয়ার কথা থাকত বা কোন প্রকার সামাজিক পরিবর্তনের প্রয়োজন থাকত, তবে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা ভাবতে পারতাম।’’
এসময় তিনি প্রশ্ন করেন, ‘‘তাদের পিছনে কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে?’’ এবং বলেন, ‘‘উদ্দেশ্য হল নির্বাচনকে আরেকটু দীর্ঘায়িত করা।’’
আঁখি