ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

নতুন দলের সংস্কৃতি, পুরোনো রাজনৈতিক সংস্কৃতিকে মনে করিয়ে দেয় : ব্যারিস্টার রুমিনা ফারহানা

প্রকাশিত: ১০:৫১, ৪ মার্চ ২০২৫; আপডেট: ১০:৫৬, ৪ মার্চ ২০২৫

নতুন দলের সংস্কৃতি, পুরোনো রাজনৈতিক সংস্কৃতিকে মনে করিয়ে দেয় : ব্যারিস্টার রুমিনা ফারহানা

ছবি:সংগৃহীত

ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে মন্তব্য করেছেন যে, বাংলাদেশের সাধারণ মানুষ নতুন একটি রাজনৈতিক দলের ওপর অনেক আস্থা রেখেছিল এবং তারা বিশ্বাস করেছিল যে, দেশটিতে একটি নতুন ধারার রাজনীতি শুরু হতে যাচ্ছে। তবে, গত ছয় মাসের পর্যবেক্ষণে তিনি দেখতে পান যে, দলটি তাদের বলা এবং করা, এই দুইয়ের মধ্যে যে অমিল রয়েছে, তা স্পষ্ট।

 

 

 

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, "আমি নিজেও আশাবাদী ছিলাম যে, বাংলাদেশে নতুন ধরনের রাজনীতি আসবে, তবে মাঠের পরিস্থিতি দেখার পর আমি দেখতে পেলাম যে, তারা যা বলছে, তার অনেক কিছুই তাদের কার্যক্রমের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

 

 

 

 

" উদাহরণ হিসেবে তিনি বলেন, "সেপ্টেম্বর মাসে, যখন তারা দেশের বিভিন্ন জেলায় জনসমাবেশ করেছিল, তখন সরকার একটি সার্কুলার জারি করেছিল, যাতে ডিসি ও এসপিরা তাদের প্রটোকল দেয় এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।" তিনি এই ঘটনার মাধ্যমে বলেন যে, রাষ্ট্রীয় সুবিধা ব্যবহারের সংস্কৃতি আগেও ছিল, বিশেষ করে আওয়ামী লীগ যখন সভা-সমাবেশ করত, তখন তারা রাষ্ট্রীয় সুবিধা নিত।

 

 

 

 

 

তিনি আরও উল্লেখ করেন, "এই সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা বিপ্লবের এক মাস পরেই দেখেছি।" এছাড়া, সম্প্রতি ফাঁস হওয়া একটি কল রেকর্ডে দলের একটি গুরুত্বপূর্ণ সমন্বয়ক ১ লাখ টাকা দাবি করেছেন, যা রুমিন ফারহানার মতে, পূর্ববর্তী রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি। তিনি প্রশ্ন তোলেন, "এই ধরনের কার্যকলাপ কি আমাদের পুরোনো রাজনৈতিক সংস্কৃতিকে মনে করিয়ে দেয় না?"

আঁখি

×