
নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম দলীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এরপর রায়েরবাজার কবরস্থানে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানায় দলটি।মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় এনসিপির নেতাকর্মীরা রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত করেন। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উভয় কর্মসূচিতে অংশ নেন।
এসময় জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
রাজু