
ছবি:সংগৃহীত
জুলাই গণ অভ্যুত্থানে তরুণ নেতাদের নেতৃত্বদানকারী দল 'জাতীয় নাগরিক পার্টি' দেশব্যাপী সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করেছে। শুক্রবার দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানিয়েছেন। তবে, সেকেন্ড রিপাবলিকের ধারণাটি অনেকের কাছে স্পষ্ট নয়।
এটি মূলত ফ্রান্সের ইতিহাসের সাথে গভীরভাবে সম্পর্কিত, পাশাপাশি পোল্যান্ড, কোস্টারিকা এবং আরও কিছু দেশের ইতিহাসের সঙ্গে যুক্ত। সেকেন্ড রিপাবলিক এমন একটি রাজনৈতিক ধারণা যা বিভিন্ন দেশে বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছে। এটি মূলত পূর্ববর্তী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়াকে নির্দেশ করে, যা বিপ্লব, অভ্যুত্থান বা অন্য কোনো পরিবর্তনের মাধ্যমে আসতে পারে।
এ বিষয়ে দলের জেষ্ঠ আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, "সেকেন্ড রিপাবলিক" বলতে তারা বোঝাতে চান যে, এ অঞ্চলের মানুষের সকল সংগ্রাম একত্রিত করে মানুষের আকাঙ্খার ভিত্তিতে একটি নতুন সংবিধান ও রাষ্ট্র গঠন করা। তিনি আরও বলেন, প্রথম রিপাবলিক ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন, এবং মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রণীত হয়েছিল, তা কাঠামোগত ত্রুটির কারণে সরকার কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী হয়ে উঠেছে। এ কাঠামো বারবার সংশোধিত হলেও, ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য ২০০০ মানুষের জীবন উৎসর্গিত হয়েছে।
এই কারণে, সংবিধানের কাঠামো এমনভাবে গঠন করা প্রয়োজন, যাতে কোনো দলই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে।
আঁখি