ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ০৩:৩৯, ৪ মার্চ ২০২৫; আপডেট: ০৩:৫১, ৪ মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি তাদের প্রথম কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল জাতীয় স্মৃতিসৌধ ও রায়েরবাজার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে।

সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, কর্মসূচির সূচনা হবে সকাল ৭টায়, যেখানে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে সকাল ১০টায়, তারা রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে ২০২৪ সালের অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করবেন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যদের উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মহানগর ও সাভারের নেতৃবৃন্দকেও এতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আসিফ

×