ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

সংবিধানকে বিভিন্ন সময় বিভিন্ন দল ব্যবহার করেছে: এস এম সাইফ মোস্তাফিজ

প্রকাশিত: ০১:২৭, ৪ মার্চ ২০২৫

সংবিধানকে বিভিন্ন সময় বিভিন্ন দল ব্যবহার করেছে: এস এম সাইফ মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেছেন, "বাংলাদেশের সংবিধান প্রথমে মুজিবীয় সংবিধান হিসেবে পরিচিত ছিল, যা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার চার মূলধারায় গঠিত। তবে বিভিন্ন রাজনৈতিক দল পরবর্তীতে এই সংবিধানকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করেছে।

তিনি উল্লেখ করেন, সংবিধানের 46 নাম্বার অনুচ্ছেদে রাষ্ট্রের প্রয়োজনে যেকোনো ব্যক্তির যেকোনো কাজ বৈধ করার সুযোগ রয়েছে, যা বেশ কয়েকবার অপব্যবহৃত হয়েছে এবং এই ধারার মাধ্যমে দেশের উপর বিভিন্ন ঘৃণ্য নির্যাতন চালানো হয়েছে।"

তিনি আরও বলেন, "বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার সংবিধানকে কিভাবে ব্যবহার করেছে, তা সবাই জানে। তাই নতুন একটি সংবিধান বা সংবিধানের সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে।"

সাইফ মোস্তাফিজ জানিয়ে দেন, নতুন সংবিধান প্রণয়ন কিংবা সংস্কারের জন্য জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার প্রস্তাব রাখছে।

তিনি দলীয় তহবিল সংগ্রহ ও স্বচ্ছতা বিষয়ে কথা বলেন এবং চাঁদাবাজি সম্পর্কিত একটি বিতর্কের প্রসঙ্গ তোলেন।

তিনি জানান, "আমরা কোনো ধরনের চাঁদাবাজি বা অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত নই। আমাদের দলীয় ফান্ড আমাদের সদস্যদের কাছ থেকে স্বচ্ছভাবে আসে এবং আমরা তা নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করি।"

এছাড়া, সাইফ মোস্তাফিজ সরকারের সাথে কোনো সম্পর্ক বা সুবিধা আদায়ের অভিযোগও নাকচ করেন এবং ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য সকল দলের সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, "নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাইলে সকল দলের মধ্যে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চা নিশ্চিত করতে হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/nMxIg3j0_Z4?si=aLP2v1lUPpNgYYz7

এম.কে.

×