ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ক্ষমতা পেলেই লুটেপুটে খাওয়া থেকে বেরিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ২১:৩১, ৩ মার্চ ২০২৫

ক্ষমতা পেলেই লুটেপুটে খাওয়া থেকে বেরিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ক্ষমতা বা দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটেপুটে খাওয়ার অশুভ মানসিকতা পরিহার করতে হবে।’ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের সিয়াম সাধনা যেন কেবল লৌকিকতায় পরিণত না হয়। রমজানের তাৎপর্য বা ধর্মের মর্মবাণীকে অনুধাবন করেই যেন আমরা সিয়াম সাধনা করি।’

রমজানের ত্যাগের মহিমায় চরিত্রের মন্দ দিকগুলো পুড়িয়ে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সিয়াম সাধনায় আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

নুসরাত

×