ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

গণঅভ্যুত্থান অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করা মুশকিল হয়ে যাবে: পার্থ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ৩ মার্চ ২০২৫

গণঅভ্যুত্থান অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করা মুশকিল হয়ে যাবে: পার্থ

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করাটা অনেক মুশকিল হয়ে যাবেবলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা উচিৎ কিনা এই প্রসঙ্গে নিজের অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে উপস্থিত হয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, “এটার আনসার দুই ধরনের। আপনি যদি আমাকে মান মোরাল স্ট্যান্ডিং (নৈতিক দিক) থেকে জিজ্ঞেস করেন, আমি মনে করি আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসেবে বিচার হওয়া উচিত। কারণ আওয়ামী লীগ দুই তিন তারিখে, আমার আমরা তো জেলে ছিলাম, আমরা বের হয়ে দেখেছি। পলিটিক্যাল পার্টি হিসেবে এই হত্যাকাণ্ডকে ইনডোর্স করেছে। তো আমার মনে হয় সেখানে একটা বিচার হওয়া উচিত। সেই বিচারের মাধ্যমে যা হবে সেটা হবে। সেটা হলো পলিটিক্যালি। আর রাজনৈতিকভাবে আমি মনে করি না কোন দলেরই ব্যান হওয়া উচিত।

তিনি আরও বলেন, “বাট আওয়ামী লীগের বিচারের সম্মুখীন হওয়া উচিত। এবং ওই বিচার যদি পার হয়ে আওয়ামী লীগ আসতে পারে তাহলে আওয়ামী লীগ আসবে। আর আওয়ামী লীগের মধ্যে অনুশোচনাবোধ নাই। এখন পর্যন্ত আওয়ামী লীগ ফরমালি ক্ষমা চায় নাই। আর আওয়ামী লীগের এটা মানতে হবে যে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করাটা অনেক মুশকিল হয়ে যাবে। এবং এটা অসম্ভব হয়ে যাবে কারণ এখনো গ্রাউন্ড রিয়ালিটি আওয়ামী লীগকে গ্রহণ করে না। সাধারণ মানুষের একটা একটা ক্ষোভ আওয়ামী লীগের উপরে আছে।

পার্থ আরও যোগ করেন, “আমি বলব যে অনুশোচনা করলে প্রশ্ন (নির্বাচনে অংশগ্রহণের) আসতে পারে। কিন্তু আওয়ামী লীগের পার্টি হিসেবে ট্রায়াল ফেস করা উচিত।

সূত্র: https://youtu.be/5RqY-O2-XTQ?si=SHQnzx_0FSTPMW37

এমটি

×