ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

এই সরকার বিএনপির সরকার: জয়নাল আবেদীন শিশির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ৩ মার্চ ২০২৫

এই সরকার বিএনপির সরকার: জয়নাল আবেদীন শিশির

ছবি: সংগৃহীত

আমরা বলতে পারি এই সরকার বিএনপির সরকার। এই সরকার বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলোর সরকার- বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেন।

৭৫ এর পট পরিবর্তনের পরে গঠিত বিএনপি, ৮২ এর এরশাদের সামরিক অভ্যুত্থানের পর গঠিত জাতীয় পার্টি এবং ২৪ এর গণঅভ্যুত্থানের পরে গঠিত জাতীয় নাগরিক পার্টির মধ্যে কি পার্থক্য রয়েছে?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের জাতীয় নাগরিক কমিটি বিন্দুমাত্র কিংস পার্টি না। তার প্রমাণ একদম দৃশ্যমান। যেটা আপনি (অপর আলোচক) উল্লেখ করেছেন যে জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, সুবিধা, সকল রাষ্ট্রীয় মেকানিজম, প্রতিষ্ঠান ব্যবহার করে বিএনপি গঠন করেছেন। ঠিক অবিকলভাবে হুসেইন মুহম্মদ এরশাদ সাহেব আরও দ্বিগুণ বাড়িয়ে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিয়ে উনি গঠন করলেন আপনার জাতীয় পার্টি। শুধু এটা বাংলাদেশ না আপনি যদি এখন বর্তমান মিশরের দিকে তাকান। মিশরদের সিসি ৯৬ শতাংশ ভোট পাইছে সেনাবাহিনীর মাধ্যমে সে দল গঠন করে। সিসি দলটাকেও কিংস পার্টি বলতে পারি।

শিশির বলেন, “এখন আমরা কেন কিংস পার্টি না? প্রথম প্রমাণ হচ্ছে আমরা মূলত হচ্ছে আন্দোলন থেকে গড়ে ওঠা অর্গানিক একটা সংগঠন। এবং এটাকে বলতে পারেন যে এখন সংগঠিত হয়েছে যারা একদম অর্গানিক অর্গানিকলি আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হয়েছিল। আমাদের দলের প্রধান সরকারের প্রধান না। আমাদের দলের বেশিরভাগ নেতা তারা এখনো আন্দোলনকারী। তারা সরকারের কোনও সুযোগ সুবিধা ভোগ করছেন না। একজন মাত্র আমাদের ছাত্রপ্রতিনিধি যে এসেছেন সেও কিন্তু তার সকল সুযোগ সুবিধা ত্যাগ করেই আমাদের দলের দায়িত্ব নিয়েছেন।

তিনি আরও বলেন, “আপনি যদি আরেকটা বিষয় দেখেন, আমরা যদি সরকারি দল হতাম তাহলে আপনি বলতে পারতেন যে এটা কিংস পার্টি। আমরা দাবি করলাম সেকেন্ড রিপাবলিক। বিএনপি সহ অপোজিশন পার্টিগুলো মানলো না। সেকেন্ড রিপাবলিক এখন পর্যন্ত আমরা করতে পারি নাই যা আমাদের দাবির মধ্যে রয়েছে এখনও। আমরা দাবি করলাম রাষ্ট্রপতি, যুবলীগ নেতা চুপ্পুকে অপসারণ করতে। বিএনপি সহ অন্যান্য দলগুলোর ডিসএগ্রি করার কারণে আমরা সফল হলাম না। তার মানে আমরা সরকারে না। যদি আমরা সরকারে থাকতাম, কিংস পার্টি হতাম আমরা তো এগুলো বাতিল করতাম। আমি নিজেই করতাম। তার মানে আমি সরকারে নাই। বরং আমরা বলতে পারি এই সরকার বিএনপির সরকার। এই সরকার বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলোর সরকার। যদি এ সরকার আমাদের হতো আমাদের দাবিগুলো করা লাগতো না। আমরা এগুলো এক্সিকিউট করতাম।

সূত্র: https://youtu.be/0cwSj9A-GDY?si=sWlebXW2KBp8lixj

এমটি

×