ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

আকীদাগত ধর্মীয় বিষয়াদি আলেমদের ওপর ছেড়ে দিন, তারেক রহমানের উদ্দেশ্যে হাবিবুর রহমান মিসবাহ

প্রকাশিত: ০৫:৫২, ৩ মার্চ ২০২৫; আপডেট: ০৫:৫৩, ৩ মার্চ ২০২৫

আকীদাগত ধর্মীয় বিষয়াদি আলেমদের ওপর ছেড়ে দিন, তারেক রহমানের উদ্দেশ্যে হাবিবুর রহমান মিসবাহ

ছবি : জনকণ্ঠ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধর্মীয় আকীদাগত বিষয়ে আলেমদের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাবিবুর রহমান মিসবাহ।

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। বাংলাদেশের রাজনীতির তুলনায় উন্নত বিশ্বের রাজনীতি সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেছেন, যা তার আলোচনায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তবে আকীদাগত ধর্মীয় বিষয়াদি নিয়ে কথা বললে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই এসব বিষয়ে আলেমদের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।”

তারেক রহমান সম্প্রতি সারাবিশ্বে একই দিনে রোজা ও ঈদ উদযাপনের বিষয়ে বক্তব্য দেন, যা নিয়ে মিসবাহ বলেন, “এটি একটি মীমাংসিত বিষয়। বিজ্ঞানের সঙ্গে মেলাতে গেলেও এটি বাস্তবসম্মত নয়, কারণ ইসলাম বিজ্ঞানের ওপর নির্ভরশীল নয়। ইসলাম পরিচালিত হয় কোরআন ও সুন্নাহর ব্যাখ্যার ভিত্তিতে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের প্রতি দেশের মানুষের আলাদা ভালোবাসা তৈরি হয়েছে, বিশেষ করে তার সাম্প্রতিক বক্তব্যগুলো প্রশংসনীয়। তবে রাষ্ট্র নিয়ে গবেষণা করাই তার জন্য শ্রেয়।”

উল্লেখ্য, ধর্মীয় ইস্যুতে রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য অনেক সময় বিতর্কের জন্ম দেয়। ফলে মিসবাহর এই আহ্বান বিএনপির অভ্যন্তরে কী প্রতিক্রিয়া তৈরি করে, তা এখন দেখার বিষয়।

মো. মহিউদ্দিন

আরো পড়ুন  

×