ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার প্রতীক: আবদুস সালাম পিন্টু

প্রকাশিত: ০১:২৩, ৩ মার্চ ২০২৫

একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার প্রতীক: আবদুস সালাম পিন্টু

ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম (পিন্টু) দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ তৈরি করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে দেশ ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে।

তিনি বলেন, “একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বাধীনতার প্রতীক। তাই বিএনপিকে ধ্বংস করতে পারলেই দেশের সার্বভৌমত্ব দুর্বল হয়ে যাবে।”

আবদুস সালাম বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে শত শত ছাত্র প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। শুধু ছাত্ররা হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র নিহত হয়েছে কিনা, আমার জানা নাই। কিন্তু এই দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ গণতন্ত্র রক্ষা ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। অথচ আজ সেই গণতান্ত্রিক চেতনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে বলে মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা সেদিন সংবিধান পরিবর্তনের জন্য আন্দোলন করিনি, বরং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি।”

তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “আজ দেশে নতুন নতুন দল গঠিত হচ্ছে। আমরাও গণতান্ত্রিক চেতনার কারণে এসব দলকে অভিনন্দন জানাই। আমাদের নেতা তারেক রহমান সাহেবও অভিনন্দন জানিয়েছেন। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে, যেন আমরা মূল গণতান্ত্রিক আন্দোলন থেকে বিচ্যুত না হই।”

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ, উল্লেখ করে তিনি বলেন, “আমার মতে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজ সবচেয়ে বেশি দরকার একটি গণতান্ত্রিক সরকার। এর জন্য নির্বাচন প্রয়োজন, আর সেই নির্বাচনের জন্য স্পষ্ট রোডম্যাপ দরকার।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে। আমরা সহযোগিতা করতে চাই, আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন সহযোগিতার কথা। তাই অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ তৈরি করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।”

তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত চলছে। তার মতে, “বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই ষড়যন্ত্র হচ্ছে। পার্শ্ববর্তী দেশগুলোও বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করার চক্রান্ত করছে।”

আবদুস সালাম বলেন, “আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। একটি অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠার মাধ্যমে দেশে মানবাধিকার নিশ্চিত করার জন্য অগ্রসর হই।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=5L8r486Lx9g

মো. মহিউদ্দিন

×