ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

নির্বাচন সুষ্ঠু না হলে, আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু হবে: নাজিম উদ্দিন আলম

প্রকাশিত: ০০:৫৪, ৩ মার্চ ২০২৫; আপডেট: ০০:৫৬, ৩ মার্চ ২০২৫

নির্বাচন সুষ্ঠু না হলে, আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু হবে: নাজিম উদ্দিন আলম

ছবি : সংগৃহীত

বিএনপি নেতা ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন না হলে আবারও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের আহ্বান জানান।

নাজিম উদ্দিন আলম বলেন, “একটি মহল আপনাকে ব্যর্থ করার জন্য অপচেষ্টায় লিপ্ত। দিন দিন আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে! আজও আপনার উপদেষ্টা হিসেবে দু’জন রয়েছেন, যাদের দিয়ে দল পরিচালনা করানো হচ্ছে। অথচ দল নিরপেক্ষ থাকবে, আপনিও নিরপেক্ষ থাকবেন—এটাই স্বাভাবিক। কিন্তু আজকে আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। এজন্যই আমরা আন্দোলন করেছি। তাহলে কেন আজ আপনি বিতর্কিত হচ্ছেন? আপনি এব্যাপারে নজর দিন, ব্যবস্থা নিন। যাতে আপনি বিশ্ববরেণ্য নেতা হিসেবে সম্মানিত থাকতে পারেন।”

আসন্ন নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিন। অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করুন এবং আমাদের নেতৃবৃন্দ ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করুন।”

তিনি স্পষ্টভাবে জানান, “জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন কিংবা অন্য কোনো নির্বাচন হতে পারে না। প্রথমে জাতীয় নির্বাচন হতে হবে, তারপরই অন্যান্য নির্বাচন আয়োজন করা যাবে।”

নাজিম উদ্দিন আলম সতর্ক করে বলেন, “যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচন না হয়, তাহলে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু হবে। আমি আগাম বার্তা দিয়ে যাচ্ছি, নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, তা নিশ্চিত করতে হবে।”

তার বক্তব্যে বিএনপির পক্ষ থেকে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপারে সতর্ক অবস্থানের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে বিএনপির দাবির ওপর দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি অনেকাংশে নির্ভর করবে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=maGPK7POTqs

মো. মহিউদ্দিন

×