ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

নতুন দলের স্লোগান বুঝি না, দ্বিতীয় স্বাধীনতা বুঝি না: মির্জা আব্বাস

প্রকাশিত: ০০:১৩, ৩ মার্চ ২০২৫

নতুন দলের স্লোগান বুঝি না, দ্বিতীয় স্বাধীনতা বুঝি না: মির্জা আব্বাস

আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে? আমি এখনো বুঝতে পারি নাই সেকেন্ড রিপাবলিক কি বলে?এভাবেই নতুন রাজনৈতিক স্লোগান ও মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রবিবার রাজধানীর লেডিস ক্লাবে রমজানের প্রথম দিনে আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার মাহফিলে বক্তব্য দেন তিনি। সেখানেই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন রাজনৈতিক স্লোগান নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

"নতুন স্লোগান (ইনকিলাব জিন্দাবাদ) সম্বন্ধে একটু সাবধান থাকবেন। এই আলেম-ওলামাদের সঙ্গে ওলামা মাশায়েকদের সঙ্গে একটা দূরত্ব-ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।"
তিনি ইঙ্গিত দেন, পরিকল্পিতভাবে ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে রাজনৈতিক নেতাদের বিভক্ত করার অপচেষ্টা চলছে, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হতে পারে।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, "এটুকু শুধুমাত্র আপনারা খেয়াল রাখবেন যে, এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা মাশায়েকদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়েই কিন্তু বিদেশী শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।"


তিনি আরও যোগ করেন, "আর এখন একটা নতুন স্লোগান বেরিয়েছে দেখলাম ইদানিং, আমি সেটা নিয়ে সমালোচনা করবো না।আজকে পত্রিকা এসেছে দেখলাম। আমিও বুঝি না এটার অর্থ কি? আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে? আমি এখনো বুঝতে পারি নাই সেকেন্ড রিপাবলিক কি? আমি বুঝি নাই। আপনারা বুঝেছেন কিনা জানিনা।"
তিনি জাতির মধ্যে বিভেদের আশঙ্কা প্রকাশ করে বলেন, "অর্থাৎ একটা উসিলা ধরে, একটা বিশেষ উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা খেয়াল রাখবেন।"


তিনি অভিযোগ করে বলেন, "আপনাদের মত একই রকম পোশাক পড়া এক শ্রেণী ওটাকে বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা ওই দিকটা একটু সামাল দেবেন।"
পরিশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, "ইনশাআল্লাহ, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব সবাই মিলে ঐক্যবদ্ধভাবে।"

সূত্র:https://tinyurl.com/3ub37ahr

আফরোজা

×