ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

দুই স্লোগান সম্পর্কে সাবধান থাকতে বললেন মির্জা আব্বাস

প্রকাশিত: ২২:৩৫, ২ মার্চ ২০২৫

দুই স্লোগান সম্পর্কে সাবধান থাকতে বললেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নতুন দুটি স্লোগান নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আজকের পত্রিকায় ওই স্লোগান দুটি দেখলাম, কিন্তু আমি নিজেও এর অর্থ বুঝতে পারিনি।"

শনিবার এক বক্তব্যে তিনি দাবি করেন, বিএনপির বিরুদ্ধে দেশ-বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে এবং বিশেষভাবে আলেম-ওলামাদের সঙ্গে দলটির বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চলছে। মির্জা আব্বাস বলেন, "একটি শ্রেণি বিভেদ সৃষ্টির মাধ্যমে বিএনপি ও ওলামা-শেয়েখদের মধ্যে দূরত্ব তৈরি করতে চাইছে। এই বিভেদ দেশকে অস্থিতিশীল করতে পারে এবং বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে।"

তিনি বলেন, "আমি এখনো বুঝতে পারিনি ‘দ্বিতীয় স্বাধীনতা’ বা ‘সেকেন্ড রিপাবলিক’ বলতে কী বোঝানো হচ্ছে। জাতির মধ্যে বিভেদ সৃষ্টির জন্য একটি বিশেষ উসিলা তৈরি করা হচ্ছে। দয়া করে সবাই সতর্ক থাকবেন।"

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "দেশ আমাদের, আমরা সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।"

ভিডিও দেখুন: https://youtu.be/LaVv-NwFS_c?si=_ow1z9pFPrg6auCz

এম.কে.

×