ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

জনগণ দ্রুত নির্বাচন ও ভোটাধিকার চায়: আমিনুল হক

প্রকাশিত: ২১:৩৩, ২ মার্চ ২০২৫

জনগণ দ্রুত নির্বাচন ও ভোটাধিকার চায়: আমিনুল হক

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, জনগণ চায় দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার। দ্রুত নির্বাচন দিন, জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে।

রবিবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে শেরে বাংলা নগর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি বলেন, ৫ ই আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। প্রশাসনে স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণ ভাবে সংষ্কার করা সম্ভব নয়। পরিপূর্ণ সংষ্কার করতে দ্রুত নির্বাচিত সরকার দরকার। 

আমিনুল হক বলেন, আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। এদেশের মানুষের কাছে যেতে হবে। কারন বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়,তাহলে বিএনপিই এদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করবে।বিএনপি এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করবে। 

আমিনুল হক বলেন,আওয়ামী লীগ  ক্ষমতায় থাকা অবস্থায় তারা শুধু মুখে মুখে উন্নয়ন করেছে।দেশের মানুষের কোন উন্নয়ন করেনি। তারা শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে। 

 তিনি আরও বলেন,এদেশের সাধারণ মানুষের উন্নয়ন করতে হবে। জনগণের কল্যাণে উন্নয়নেই বাংলাদেশের মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নটি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। 

বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে বলেও আশ্বস্ত করেন তিনি। 

কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান,মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি প্রমুখ।

আশিক

×