ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

‘রাজনৈতিক ব্যক্তি মানেই স্বপ্ন বিক্রি করা’

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২:২৯, ২ মার্চ ২০২৫

‘রাজনৈতিক ব্যক্তি মানেই স্বপ্ন বিক্রি করা’

ডা. জাহেদ-উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য  ডা. জাহেদ-উর রহমান বলেন, রাজনৈতিক ব্যক্তি মানেই হচ্ছে স্বপ্ন বিক্রি করা। তিনি  সারোয়ার তুষার এর প্রসঙ্গ টেনে বলেন, বড় দুই দলকে পাশ কাটিয়ে ক্ষমতায় নতুনরা।  কিন্তু এই মুহুর্তে বাংলাদেশের বাস্তবতায় এটা আছে বলে আমি মনে করি না। কিন্তু কোন দল যখন রাজনীতির মাঠে যাবে। তখন এই মানুষগুলোর মধ্যে স্বপ্ন তৈরি করতে হবে।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আদর্শিক কোন ভিত্তি আছে কি না প্রশ্ন রাখেন তিনি। তার মতে, রাজনীতি আসলে দুটো জিনিস নিয়ে করা যায়। একটি হচ্ছে আদর্শিক বিষয়গুলোকে সামনে এনে রাজনৈতি ইস্যু তৈরি করা। আর একটি বিষয় হচ্ছে আপনি জনগণের জন্য কি কল্যাণ করতে চান? এনসিপিকে এটা বেছে নিতে হবে। তারা কোনটা নিয়ে কাজ করতে চান।

ডা. জাহেদ-উর রহমান বলেন, এই মুহুর্তে আমি বলতে চাই যে স্রোত কিন্তু এখন আদর্শিক বিষয়ের দিকে। আমরা খেয়াল করবো ট্রাম্প যেভাবে ফিরে এসেছেন তিনি কিন্তু ডাবল ভোট নিয়ে ফিরে এসেছেন। বাইডেনের সময় অর্থনীতি বহু বছরের মধ্যে খুব ভালো অবস্থানে ছিল। কিন্তু ডেমোক্রেটি এটা ফেল করেছে। আইডোলজি নিয়ে একটা সুবিধা হয় যে মানুষ কিন্তু এটাকে নিয়ে অন্য কিছু ভূলিয়ে নিতে পারে।

তিনি বলেন, ভারতের বিজেপি ওদের রাজনীতি ওরা করার চেষ্টা করছে যেটা মানুষের কতটুকু ভালো লাগলো তার চাইতে বেশি ব্যাপার হচ্ছে এখানে মুসলিমদের সন্তান বেশি হচ্ছে কোন একদিন দেখবে যে সব কিছু ডাবল করে দিচ্ছে। আমি কি  করছি সেটা বিষয় না তুমি আমাকে ভোট দাও। আমরা আওয়ামী লীগের মধ্যে এই প্রবণতাটা দেখেছি। ২০১৪ সালে যখন নির্বাচন হয়। তখন কিন্তু তারা ভোট চুরি করেছে। আইডোলজিক্যাল অবস্থা। যুদ্ধাপরাধীদের বিচার হবে। স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যারা তাদের বিচার হবে।

তাহলে স্বাধীনতার পক্ষে যদি তুমি থাকতে চাও তাহলে ভোটের দরকার নেই। আমাদের ক্ষমতায় রাখ। অপর দিকে জঙ্গীরা মাথা তুলছে। হেফাজত ইসলামের যে বড় সমাবেশ হলো সেটাকে ব্যবহার করে।  

তিনি বলেন, যে তাদের যে রাজনৈতি দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিন শেষে নাগরিকদের প্রত্যাশা পূরণ করবে এটাই আমার প্রত্যাশা।
 

শহীদ

×