ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

তরুণ ছেলেদের মনে একটু শখ জেগেছে রাজনীতি করার, করুক: হাবিব উন নবী

প্রকাশিত: ২১:৫৫, ১ মার্চ ২০২৫; আপডেট: ২১:৫৭, ১ মার্চ ২০২৫

তরুণ ছেলেদের মনে একটু শখ জেগেছে রাজনীতি করার, করুক: হাবিব উন নবী

ছবি: সংগৃহীত।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ-এর প্রধান অতিথিত্বে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা এবং ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আমি মন থেকে চাই, তরুণ ছেলেদের মনে একটু শখ জেগেছে রাজনীতি করার, করুক। তবে তাদের কথাবার্তায় সতর্ক হওয়া উচিত।"

হাবিব উন নবী খান সোহেল বলেন, "কিছুদিন আগে তারা বলেছে, আমাদের ব্যানার ধরার মতো পাঁচজন কর্মীও ছিল না। কিন্তু আমাদের কর্মীদের তারা কখন দেখেছে?"

তিনি আরও বলেন, "আমরা যখন মিছিল-মিটিং করেছি, তখন সরকারি নির্যাতন সহ্য করেছি। তখন তো তোমরা ছাত্রলীগ করতা। বড় বড় সমাবেশের কথা বাদ দিলাম, শুধু বিভাগীয় সমাবেশগুলোতেই যে জনসমাগম হয়েছে, তা তারা সারা জীবনে চোখে দেখেনি। অথচ তারা বলছে, আমাদের পাঁচজন কর্মীও ছিল না!"

বিএনপি নেতা আরও অভিযোগ করেন, "তারা নাকি ছাত্রলীগ করেছে জীবনের নিরাপত্তার কথা ভেবে। কিন্তু আমাদের জীবন ঝুঁকিতে থেকেও রাজনীতি করেছি। আমাদের গুম করা হতে পারে, আমাদের পঙ্গু করা হতে পারে, আমাদের স্ত্রী-সন্তানেরা প্রিয়জন হারাতে পারে—এসব জানার পরও আমরা রাজপথে থেকেছি।"

তিনি আরও বলেন, "আমরা শেখ হাসিনার গুণ্ডাবাহিনীর অস্ত্রের মুখেও বুক পেতে লড়াই করেছি। আমরা আওয়ামী লীগ করিনি, বরং হাসিনার শাসনের মোকাবিলা করেছি।"

সায়মা ইসলাম

×