ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বিএনপির বিরুদ্ধে লিখলেই ক্ষমতায় আসবে জামায়াত? - যা বললেন বিএনপি নেতা

প্রকাশিত: ১৯:৫১, ১ মার্চ ২০২৫

বিএনপির বিরুদ্ধে লিখলেই ক্ষমতায় আসবে জামায়াত? - যা বললেন বিএনপি নেতা

ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল জামায়াতের সদস্যদের প্রতি কটাক্ষ করে বলেন, জামায়াতের একটি অংশ মনে করছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালালেই তারা ক্ষমতায় চলে আসবে। অথচ বাস্তবতা হলো, বিএনপির অনেক নেতাকর্মীও একইভাবে নিপীড়নের শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, আপনারা সারাক্ষণ ধর্মকর্মের কথা বলেন, কিন্তু আসলে কতটা ধর্ম পালন করেন? সারাদিন ফেসবুকে বসে থাকেন! ফেসবুক বাদ দিয়ে ধর্ম-কর্ম কিছু করেন।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কড়া সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের কিছু সদস্য সারাক্ষণ ফেক আইডি ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।

রবিবার এক বক্তব্যে সোহেল বলেন, "কেউ কেউ বলে, ওই বালির ট্রাক ছিল—আপনারা কী করেছেন? কারা বলে, চেনেন না? আমরা সবাই তাদের চিনি। তাদের কাজ এখন একটাই—সারাদিন বিএনপির বিরুদ্ধে লেখা।"

সাঈদীর প্রসঙ্গ টেনে সোহেল বলেন, "তিনি শুধুমাত্র একজন জামায়াত নেতা ছিলেন না, বরং দেশবরেণ্য আলেমও ছিলেন। অথচ তার লাশ পর্যন্ত রাখতে দেওয়া হয়নি। এত বড় বড় কথা বলেন, কিন্তু আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। মুখ খুললে অনেক কথাই বের হয়ে আসবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/Gk1XVRey4eM?si=sWbBSijKDZccGfQS

এম.কে.

×