ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

টকশোর সম্মানীর ভাগ দিতে হয় সংগঠনকে, জানালেন সারোয়ার তুষার!

প্রকাশিত: ১৯:২৮, ১ মার্চ ২০২৫

টকশোর সম্মানীর ভাগ দিতে হয় সংগঠনকে, জানালেন সারোয়ার তুষার!

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার বলেছেন, টকশোর সম্মানীর ভাগও দিতে হয় সংগঠনকে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশ চ্যানেলের টক-শো আলোচনায় অংশ নিয়ে এমন কথা বলেন তিনি।

সরোয়ার তুষার বলেন, আমাদের ১৮৭ জন কেন্দ্রীয় সদস্য এবং প্রত্যেকই কোনো না কোনো প্রফেশনে আছে। ছাত্র সংগঠন না। এবং আমাদের এটা নিয়ম যে মাসিক আপনাকে ১০০০ টাকা ন্যূনতম দিতে হবে। অনেকে ৫-৬ হাজার টাকা করেও দেয়। এটা আমাদের একটা আয়ের সোর্স। যেটা আমাদের অফিস খরচ এবং অফিসে প্রতিদিন টুকরা খরচ আছে এবং চলে যায়। আর এর বাইরে আমাদের একটা নিয়ম আছে যে আপনি যদি কোনো টকশো এটেন্ড করেন তাহলে আপনাকে ওই টকশোর সম্মানির অর্ধেক টাকা দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের এই মাস থেকে ৮০ হাজার থেকে ১ লাখ টাকার মতো হয়। কারণ আমাদের অনেকেই অনেক টকশোতে যায়। আমি যাই। এবং এটা মিটিংয়ে রেজুলেশন। এগুলো দিয়ে আমাদের এই পর‌্যায় চলে গেছে। এর বাইরে আমরা কিছু ইভেন্ট করেছি। আমরা কিন্তু জাতীয় নাগরিক কমিটির পর‌্যায়ে খুব যে বড় ইভেন্ট করেছি সেরকম নয়। দুই থেকে তিনটা ইভেন্ট বড় ছিল, সেগুলোর টাকা আমরা আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী তারা ব্যক্তি হিসেবে কোনো গ্রুপ-টুপ না, স্বচ্ছল মানুষ তারা কেউ ১০ হাজার কেউ ২০ হাজার এরকম করে আমরা টাকা তুলেছি। 

 

ভিডিও লিংক:  https://www.youtube.com/watch?v=W0xQBIIqd_Y

শিহাব

×