ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে করণীয় বললেন জয়নুল আবদিন

প্রকাশিত: ১৮:৫৬, ১ মার্চ ২০২৫

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে করণীয় বললেন জয়নুল আবদিন

ছবি:সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে জাতীয় নির্বাচন প্রয়োজন। যেসব দল বা ব্যক্তি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দাবি করছেন, তাদের উদ্দেশ্যে আমি স্পষ্ট বলতে চাই দেশের বিরাজমান যেসব সমস্যা রয়েছে, সেগুলো স্থানীয় নির্বাচন দিয়ে সমাধান করা সম্ভব নয়। যে কারণে সবার আগে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে। তাই আমি বলতে চাই ন্যূনতম সংস্কার শেষে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা হোক।

নতুন রাজনৈতিক দলের বিষয়ে কথা বলতে গিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ছাত্রদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমরা দেখেছি এই ছাত্ররাই জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। আজ একটি বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপির সিনিয়র এই নেতা।

মুহাম্মদ ওমর ফারুক

×