ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রমজানে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে এবার মাঠে নামছে ছাত্ররা, আন্দোলনের হুংকার

প্রকাশিত: ১৮:৫২, ১ মার্চ ২০২৫; আপডেট: ১৮:৫৮, ১ মার্চ ২০২৫

রমজানে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে এবার মাঠে নামছে ছাত্ররা, আন্দোলনের হুংকার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলন করে দেশজুড়ে মানুষের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এরপর গত বছরের শুরুতে ক্যাম্পাসে চা বিক্রেতা হয়ে আবারও আলোচনা আসেন তিনি। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ নিয়ে ছিলেন আলোচনায়।

এবার রমজানে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কঠোর হুঁশিয়ারি দিলেন তিনি।  আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন। 

পাঠকদের জন্য হুবহু তার লেখাটি তুলে ধরা হলো-

“র*মজা*ন আসলেই ৯২ শতাংশ মু*সলিম*দের দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের বা*জারের ব্যব*সায়ী সি*ন্ডি*কে*ট  বেপরোয়া হয়ে ওঠে।

আড়*তদার, মজু*তদারদেরকে এবার ঠেকানোর সক্ষমতা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেই।

এবার দায়িত্ব নিয়ে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে সি*ন্ডি*কেট ভা*ঙ্গ*তে হবে সাধারণ ছাত্র জনতাকে।

সাধারণ ছাত্র জনতা চাইলেই যে বাজার নিয়ন্ত্রণ করতে পারে তা জুলাই আগস্টের পরেও আমরা তার প্রমাণ পেয়েছি।
এই কাজ জনতা ছাড়া কোনো বাহি*নীর করা সম্ভব না।

আবারও মাঠে নামতে হবে দেশের স্বার্থে।
আগামীকাল থেকেই শুরু হোক বাজারের সি*ন্ডি*কেট ভা*ঙ্গা*র অভিযান।”

 

শিহাব

×