ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা, কোটালীপাড়া, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭:২৯, ১ মার্চ ২০২৫

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর শোভাযাত্রা

ছবি: সংগৃহীত।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির প্রফেসর রেজাউল করিম দলীয় নেতা-কর্মীদের নিয়ে কোটালীপাড়ার গুরুত্বপূর্ণ স্থানে মোটর শোভাযাত্রা করেছেন। শোভাযাত্রাকালে নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা ও মাথায় বাঁধা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা ব্যাজ।

আজ শনিবার উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে কোটালীপাড়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঘুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে পথসভায় মিলিত হয়।

এ সময় জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আল-মাসুদ খান, প্রকাশনা সম্পাদক শওকত আলম আজাদ, কোটালীপাডা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: ছোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার আলী, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, পৌর জামায়াতে ইসলামীর আমির মুসনুর আহম্মেদ, সেক্রেটারি আক্তার দাড়িয়া বক্তব্য রাখেন।

প্রফেসর রেজাউল করিম বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্তৃক গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে মনোনীত করেছেন। আমি কথা দিচ্ছি সব সময় কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসীর সুখে দুখে থাকবো। আপনারাও আমার পাশে সব সময় থাকবেন। আমরা পবিত্র আল কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই। সব দল দেখা শেষ এবার হবে আল-কোরআনের বাংলাদেশ। আমরা সকলের মিলে শান্তিতে থাকতে চাই। আমাদের কোন দল নাই, আমরা সকলে ভাই ভাই।

সায়মা ইসলাম

×