ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

আমার দ্বারা ধর্মীয় মূল্যবোধ সুরক্ষিত থাকুক এটাই প্রতিজ্ঞা : মাহিন সরকার

প্রকাশিত: ১৫:৩০, ১ মার্চ ২০২৫; আপডেট: ১৫:৩১, ১ মার্চ ২০২৫

আমার দ্বারা ধর্মীয় মূল্যবোধ সুরক্ষিত থাকুক এটাই প্রতিজ্ঞা : মাহিন সরকার

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের শুরুতে ধর্মীয় মূল্যবোধ সুরক্ষার প্রতিজ্ঞা করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনীতিতে তাঁর আনুষ্ঠানিক পথচলার কথা উল্লেখ করে এই অঙ্গীকার করেন।

মাহিন সরকার লেখেন, "মাত্র একদিন আগে শুরু হয়েছে রাজনীতির আনুষ্ঠানিক পথচলা। নবাগত দলের যুগ্ম সদস্যসচিব হিসেবে নয়, একজন কর্মী হিসেবে আমার দ্বারা ধর্মীয় মূল্যবোধ সুরক্ষিত থাকুক, এটাই প্রতিজ্ঞা।"

তাঁর এই বার্তায় রাজনৈতিক অঙ্গনে নৈতিকতা ও ধর্মীয় আদর্শ বজায় রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মাহিন সরকারের এই বক্তব্য ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, মাহিন সরকার সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দলটির মূলনীতি ও কার্যক্রম নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা চলছে।

আসিফ

×