ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

‘জনতার জিয়া’ এবং ‘জুলাই বিপ্লবঃ প্রকাশ্যে-নেপথ্যে তারেক রহমান’ শীর্ষক দু’টি ব‌ইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১৩:৪৮, ১ মার্চ ২০২৫; আপডেট: ১৩:৫০, ১ মার্চ ২০২৫

‘জনতার জিয়া’ এবং ‘জুলাই বিপ্লবঃ প্রকাশ্যে-নেপথ্যে তারেক রহমান’ শীর্ষক দু’টি ব‌ইয়ের মোড়ক উন্মোচন

গতকাল (২৮ ফেব্রুয়ারি) শুক্রবার, বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় দুটি গুরুত্বপূর্ণ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বইগুলো হলো ‘জনতার জিয়া’ এবং ‘জুলাই বিপ্লবঃ প্রকাশ্যে-নেপথ্যে তারেক রহমান’। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা, ইসমাইল জবিউল্লাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা, জহির উদ্দিন স্বপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা, ড. মাহদী আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী।

এটি আয়োজন করেছে দাঁড়িকমা প্রকাশনী এবং আল-হামরা প্রকাশনী। উক্ত বইগুলো বাংলাদেশের রাজনীতি এবং বিশেষ করে বিএনপির রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ প্রদান করে।

এ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বই দুটি সম্পর্কে তাদের মূল্যবান মন্তব্য এবং পর্যালোচনা উপস্থাপন করেন, যা দর্শকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চিন্তাভাবনামূলক ছিল।

নুসরাত

×