ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রুমিন ফারহানা

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন

প্রকাশিত: ১১:৩৪, ১ মার্চ ২০২৫; আপডেট: ১১:৩৬, ১ মার্চ ২০২৫

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন

ছবি: সংগৃহীত

যখন দেশে অনির্বাচিত সরকার থাকে, দীর্ঘসময় থাকে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির এইরকমই অবস্থা হয়। আমাদের মোহাম্মদপুর, মিরপুর, সাভারের মতো এলাকাগুলো উত্তরার মতো এলাকাগুলোয় সন্ধ্যা নামলেই মানুষ এখন ভয়ে ঘর থেকে বের হতে পারেনা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

একটা নির্বাচিত সরকার যখন থাকে তখন প্রশাসন এবং পুলিশ তারা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ থাকে।  একটা নির্বাচিত সরকার যখন থাকে তখন কেন্দ্র থেকে তৃণমূল পর‌্যন্ত একটা ল-এন্ড অর্ডার, আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে কাজ করে সেজন্য একটা সংঘবদ্ধ শক্তি থাকে। 

বাংলাদেশে এখন যার বয়স ৩৩-৩৪ বছর সেই লোকটা কোনও দিনও ভোট দিতে পারে নাই। সুতরাং, মানুষ উন্মুখ হয়ে আছে একটা ভোটের আশায়। মানুষ অপেক্ষা করে আছে নির্বাচন কবে হবে, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=5_I3UmRy_2s

শিহাব

আরো পড়ুন  

×