ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বক্তব্যে আশার বাণী ছিল বেশ চওড়া:মিসবাহ

প্রকাশিত: ০৩:১৭, ১ মার্চ ২০২৫

বক্তব্যে আশার বাণী ছিল বেশ চওড়া:মিসবাহ

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বক্তা মুফতি হাবিবুর রহমান মিছবাহ।


অনুষ্ঠানের আয়োজন,বক্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি।  মিছবাহ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে স্ট্যাটাসে বলেন,"বক্তব্যে আশার বাণী ছিল বেশ চওড়া! এমন আশার বাণী শুনতে অভ্যস্ত আমরা। বক্তব্যে আশা দেখে না গণমানুষ, তারা বাস্তবায়ন চায়। নতুন দল কতটুকু বাস্তবায়ন ঘটাতে পারবে সেটা জানতে পারা যাবে রাজনীতির পাঠে পাঠে।"


অনুষ্ঠানটির আয়োজন ও ডিসিপ্লিন নিয়ে মন্তব্য করে মিসবাহ বলেন,“আয়োজন ডিসিপ্লিনে আরও পরিপক্ক হতে হবে। স্বেচ্ছাসেবকরা আরেকটু দক্ষতা দেখাতে পারতো। স্টেজের পাশেই তাদের চিৎকার চেঁচামেচি অসুন্দর লেগেছে। ভিআইপি গেস্ট জোনে সাংবাদিকদের ক্যাচাল বিরক্তিকর ছিল। সেসব সামলাতে হিমশিম খেয়েছে মাঠকর্মীরা। নারী গেস্টের জন্য আলাদা জোন অবশ্যকরণীয় ছিল। এতে তারাও কম্ফোর্ট ফিল করতো।”


এছাড়াও অনুষ্ঠানে নামাযের বিরতির ব্যাপারে মতামত জানান মিছবাহ।তিনি বলেন,“নামাযের বিরতি দরকার ছিল। ময়াদানে জুম্মা আদায় হলেও আসর ও মাগরিবের জামাতের বিরতি ঘোষণা- দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনন্য উচ্চতায় নিয়ে যেত। যদিও আযানের সময় বক্তব্য বিরত ছিল। স্টেজের পেছনে ছোট এরিয়ায় নামাযের স্থানও করেছিল, কিন্তু আনুষ্ঠানিক বিরতি ঘোষণা সৌন্দর্য বাড়াতো।”


 

আফরোজা

×